০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যানবাহন সংকটে অটোরিকশাই ভরসা বিএমপির

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / ২১৯ বার পড়া হয়েছে
ব্যক্তিমালিকানার মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা রিকুইজিশন করে চলছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কার্যক্রম। যানবাহন সংকটের কারণে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে তাদের। কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিন থেকে এ অবস্থা চললেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিমালিকানার মাহিন্দ্রা ও সিএনজি অটোরিকশা রিকুইজিশন করে পুলিশি দায়িত্ব পালন করা হচ্ছে।
জানা গেছে, বরিশাল সিটির ৩০টি ওয়ার্ড, সদর উপজেলার ১০টি ইউনিয়ন এবং বাবুগঞ্জ উপজেলার দুটি ও একটি একটি ইউনিয়নের অর্ধেকাংশ তথা ৪৪৭ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ২০০৬ সালে বিএমপি গঠন করা হয়। এখানকার প্রায় ৮ লাখ মানুষের জন্য আছে ২ হাজার মেট্রো পুলিশ। অথচ তাদের যানবাহন বলতে আছে ১২টি জিপ গাড়ি, ২৭টি ডাবল কেবিন পিকআপ, ৯টি টহল গাড়ি, ৪টি ট্রাক, দুটি বাস, একটি রেকার ও অ্যাম্বুলেন্সসহ ৫৭টি চার চাকার যানবাহন। এর মধ্যে আবার কিছু অচল হয়ে পড়ে রয়েছে। আর রয়েছে ৭৮টি মোটরসাইকেল।
তবে বিএমপির প্রয়োজন অন্তত দেড়শ যানবাহন। যানবাহনের চাহিদা ও ঘাটতিকে সম্বল করেই কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বিএমপি কমিশনার জিহাদুল কবির বলেন, বিএমপিতে যানবাহন চাহিদা ও প্রাপ্তির মধ্যে অনেক বড় ঘাটতি আছে। চার থানায় গাড়ি রয়েছে ৯টি অথচ শুধু টহল দিতেই দরকার ২০টি গাড়ি। এখন অপরাধ ও অপরাধীদের ধরন অনেক স্মার্ট। তাদের ধরতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। গাড়ির সংখ্যা বাড়লে আরও স্মার্ট পুলিশিং করা সম্ভব হবে।