বরিশালে পানি সেচ ট্যাংকি থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৮৪ বার পড়া হয়েছে
বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় গ্রামে ব্লকের জমির পানি সেচ ট্যাংকি থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি দুপুরে জল্লা ইউনিয়নের পীরেরপাড় ৭নং ওয়ার্ডের মৃত মানিক জমাদ্দারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ করিম জমাদ্দার (৬২) এর লাশ উল্টা অবস্থায় পীরের পাড় বাড়ৈ বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বের ব্লকের পানির ট্যাংকির মুখে উল্টো ভাবে পড়ে থাকতে দেখে স্থানীয় চৌকিদার বিষয়টি উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করে। পরে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ এর নির্দেশে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে। তবে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
সূত্রে জানা যায়, নিহত আঃ করিম জমাদ্দার সকাল ১০টার দিকে বাড়ির সামনে ব্লক সংলগ্ন তার নিজ জমিতে কাজ করতে যান।
স্থানীয়রা জানান, নিহত আঃ করিম জমাদ্দারের সাথে ওই এলাকার কারো সাথে বিরোধ ছিলো না।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।