১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই : এসএম জাকির

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ৩৫৫ বার পড়া হয়েছে

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম জাকির হোসেন বলেছেন, খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো। শনিবার বরিশাল সদর উপজেলার সাহেবের হাটে সাবেহের হাট টি-টেন টিভি কাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন তিনি। বরিশাল মেট্রোপলিটন কেন্দ্রীয় কমিউনিটি পুলিশং এর সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন এসময় আরও বলেন, বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বরিশাল অঞ্চলে ব্যপক উন্নয়ন হয়েছে। একসময়ের অবহেলিত শিক্ষা ও ক্রীড়াঅঙ্গণ প্রধানমন্ত্রীর হাত ধরে আজ আলো ছড়াচ্ছে। যুব সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজকে উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাহলেই আমরা প্রধানমন্ত্রীর ঘোষিত সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। লঙ্কা বাংলার হেড অব এসএমই কামরুজ্জামান খান মাসুমের সভাপতিত্বে এসময় মোজাম্মেল হোসেন খান সবুজ, সাহেবের হাটের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।