০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নদী তীরের মাটি কাটায় ১৫ শ্রমিককে জরিমানা

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • / ১৯৬ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে ইটভাটার জন্য নদী তীরের মাটি কাটার অপরাধে ৩টি ট্রলারসহ ১৫ শ্রমিককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদেরকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেদারপুর ইউনিয়নের জাম্বিয়া খাতুন মাদরাসা ও কাশিগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদের তীরে অভিযান চালিয়ে আটকদের জরিমানা করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা আমিরুল ইসলাম (২৩), বাবুল গাইন (২৭), সিরাজুল ইসলাম (৩৬), মনিরুল সরদার (৪০), জাকির গাজী (২৫), শাহিন সরদার (৩৬), আসাদুল (৩৫), ইয়াকুব (৩০), নজরুল ইসলাম (৪৫), রায়হান সরদার (৪০), মনিরুল ইসলাম (৪২), আল আমিন (৩৪), আসাদুল (৩৬), ইউনুচ (৫১) ও অজিয়র (৩৫)।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার কেদারপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরে অভিযান চালানো হয়। এ সময় ১৫ জন শ্রমিককে ৩টি ট্রলারসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদান করায় তাদের ছেড়ে দেওয়া হলেও ট্রলার তিনটি জব্দ করা হয়েছে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন