বরিশালে আঞ্চলিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট সময় : ০৫:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫ বার পড়া হয়েছে
বরিশালে ৫২তম আঞ্চলিক (খুলনা-বরিশাল) স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। ‘সুস্থ দেহ সুস্থ মন, গড়ে তুলবে ক্রীড়াঙ্গন’ স্লোগান নিয়ে রবিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল জিলা স্কুল প্রাঙ্গনে ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিখ উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।
এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ৫২তম আঞ্চলিক (খুলনা-বরিশাল) স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।