০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিভাগে আওয়ামী লীগের জয়জয়কার, স্বতন্ত্রে চমক

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১২:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / ৪৪০ বার পড়া হয়েছে

রুপন কর অজিত: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সারাদেশের ন্যায় বরিশাল বিভাগেও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। এবার বরিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ৪১ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। রবিবার সন্ধ্যায় ভোট গনণা শেষে তিনি এ তথ্য জানান। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিভাগটিতে শান্তিপূর্ণভাবে শেষ এবারের নির্বাচন। এছাড়া বিভাগের ২১টি আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্রে চমকে খুশির আমেজ বিরাজ করছে দক্ষিনাঞ্চবাসীদের মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনকে অনেকেই সাধুবাত জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ বরিশাল বিভাগের ২১টি আসনে বিজয়ী হলেন যারা-

বরিশাল-১:

বরিশাল-১ আসনের ১২৯টি কেন্দ্রে ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকান্দার আলী পেয়েছেন ৪ হাজার ১শ’ ২২ ভোট।

বরিশাল-২:

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ১৩৬ কেন্দ্রে ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২১ হাজার ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ১৬২ ভোট।

বরিশাল-৩:

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ১২৪ কেন্দ্রে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীকে ৫১ হাজার ৮১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান ট্রাক প্রতীক নিয়ে ২৪ হাজার ১শ’ ২৩ ভোট পেয়েছেন।

বরিশাল-৪:

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের ১৪৯ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ ঈগল প্রতীক