১১:২১ অপরাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক মাসউদ হত্যা: ৭ আসামির রিমান্ড মঞ্জুর

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / ১৫১ বার পড়া হয়েছে

বরগুনায় সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলার সাত আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বুধবার বরগুনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হারুন অর রশীদ আসামিদের রিমান্ড মঞ্জু করেন। এছাড়াও একইদিনে আসামিদের জামিন আবেদনেরও শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয় আদালত।

সাংবাদিক মাসউদ তালুকদার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার উপ পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, মামলায় জেল হাজতে থাকা সাত আসামির পাঁচদিন করে রিমান্ড চেয়ে গত সোমবার আদালতে রিমান্ড আবেদন করলে আদালত আজ শুনানির তারিখ ধার্য করেছিল।

শুনানি শেষে মামলার ৩নং আসামি দৈনিক সংবাদ প্রকাশ পত্রিকার বরগুনা প্রতিনিধি কাসেম হাওলাদার ও সময় টিভির বরগুনা প্রতিনিধি মামলার ৫নং আসামি সাইফুল ইসলাম মিরাজকে থানা হাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাকী ৫ আসামি এনটিভির নিজস্ব প্রতিবেদক (বরগুনা) সোহেল হাফিজ, এনটিভির ক্যামেরা পার্সন আরিফুল ইসলাম মুরাদ, বাংলা নিউজের বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদি, দৈনিক আজকের দর্পণ পত্রিকার ওলি উল্লাহ ইমরান ও তাদের সহযোগী সোহাগ হাওলাদারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী মো. নেসার উদ্দীন জানান, গত সোমবার আসামিদের পক্ষে জামিন চেয়ে আবেদন করার পর বুধবার (আজ) শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছিল আদালত। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এছাড়াও মামলার ১২নং আসামি মো. শহিদুল ইসলাম আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী মো. আবদুর রহমান বলেন, ‘আদালত জামিন নামঞ্জুর করেছে। পরবর্তীতে আমরা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করব। নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে উচ্চাদালতে জামিন আবেদন করা হবে।’

গত ১৯ ফেব্রুয়ারি বরগুনা প্রেসক্লাবে আটকে রেখে মারধর ও নির্যাতনের ১১ দিন পর ২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক তালুকদার মাসউদের মৃত্যু হয়। এ ঘটনায় ৪ মার্চ নিহতের স্ত্রী সাজেদা বাদি হয়ে বরগুনা সদর থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। তালুকদার মাসউদ ‘দৈনিক ভোরের ডাক’ পত্রিকার বরগুনা প্রতিনিধি ও সদর উপজেলার নলটোনা ইউনিয়নের একাধিকবার ইউপি সদস্য ছিলেন।