০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালের এডিসি রুম্পা বিটিভির রবীন্দ্র সঙ্গীতশিল্পী মনোনীত

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • / ৩০৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিভিশনের রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রুম্পা শিকদার। তিনি ৩১ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাদারীপুরে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি বরিশালের উজিরপুরে সহকারী কমিশনার (ভূমির) দায়িত্ব পালন করেন।

রুম্পা ৩ বছরের বেশি সময় ঝালকাঠির নলছিটি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্বে ছিলেন।  বর্তমানে তিনি বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য রুম্পা সিকদার ২০১৫ সাল থেকে বরিশাল বেতারে রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে নিয়মিত সংগীত চর্চা করে আসছেন।

রুম্পা শিকদার বলেন,  সঙ্গীত গুরুমুখী শিক্ষা, আমি শ্রদ্ধা জানাই আমার সঙ্গীত জীবনের সব শিক্ষককে।  চাকরির ও দুই সন্তানের মায়ের দায়িত্ব পালন করে সঙ্গীত চর্চা করা কঠিন। তারপরেও আমি সঙ্গীতকে ভালোবাসার চেষ্টা করে যাচ্ছি।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন