১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে তিন ছেলেসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • / ২৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে একসঙ্গে তিনটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।  বুধবার (৩ এপ্রিল) গভীর রাতে গলাচিপা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এই তিন নবজাতকের জন্ম হয়।

তিন শিশু জন্ম দেওয়া প্রসূতির নাম আছিয়া বেগম (১৯)। তিনি  রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা গ্রামের রাজিব হাওলাদারের স্ত্রী।দুটি শিশু সুস্থ থাকলেও একটি শিশুর শ্বাসকষ্ট রয়েছে। মা সুস্থ আছেন।

বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার রাজিব হাওলাদারের স্ত্রী আছিয়া বেগকে ক্লিনিকে ভর্তি হয়। পরে আছিয়ার সিজার ছাড়া সন্তান প্রসবের জন্য চিকিৎসকরা অপেক্ষা করতে থাকেন।

এ সময় রাত ৩টার দিকে আছিয়া বেগম পর পর তিনটি পুত্রসন্তানের জন্ম দেন। শিশুর মা আছিয়া বেগমের সুস্থ হতে সময় লাগবে। চারজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওই শিশুদের বাবা রাজিব হাওলাদার বলেন, ‘আমি দরিদ্র জেলে।আমার একার আয় দিয়ে সংসার চলে। স্ত্রী বুধবার দুপুরে অসুস্থ হলে গলাচিপা নিয়া আসি। এখানে আসার পর জানতে পারি তার গর্ভে একাধিক সন্তান রয়েছে। রাত ৩টায় পরপর তিনটি ছেলেসন্তান জন্ম দেয়। এখন মা ও বাচ্চাদের চিকিৎসা খরচ চালানো আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে।এদিকে ডাক্তাররা একটি বাচ্চার শ্বাসকষ্ট হলে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যেতে বলছে। কী করব বুঝতে পারছি না।’

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন