১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ২৪৪ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে টিচার্স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ৬ দফা বেদী সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, রেজিস্ট্রার মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আবদুল কাইউম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খোরশেদ আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. রফিকুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. লোকমান হোসেন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুম সিকদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের অংশগ্রহণে টিচার্স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এ মোট ৬ টি দল অংশগ্রহণ করছে। আগামী ২২ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সল মাহমুদ রুমি।

Add