১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা ভোটের ব্যালট ছাপানোর প্রস্তুতি নিচ্ছে ইসি

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ২৬৮ বার পড়া হয়েছে

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল এখনো ঘোষণা করা না হলেও ব্যালট পেপার ছাপানোর প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত তালিকাটি ইতোমধ্যে সকল উপজেলা, জেলা ও আঞ্চলিক কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া ভোট কেন্দ্রের তালিকাও আগামী ২৫ মার্চের মধ্যে চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে উপজেলা ভোটের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হতে পারে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

৪৮১টি উপজেলার কোনটিতে কবে ভোট তা আগেই জানিয়েছে ইসি।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি; মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

বর্তমানে বাংলাদেশের আটটি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫ টি উপজেলা রয়েছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন