বরিশাল (সংশোধিত)ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) বরিশাল (সংশোধিত) জেলার যুগ্ম সদস্য সচিব কাজী মো. আবু যাঈদ।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে বরিশাল (সংশোধিত) কোতয়ালী মডেল থানায় এই সাধারণ ডায়েরি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
জিডিতে যাঈদ উল্লেখ করেন, কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ভিজিএফ কার্ডের আওতায় বরাদ্দপ্রাপ্ত ১০ কেজি করে চালের ৫০টি কার্ড বিতরণের দায়িত্ব তাকে দিয়েছেন বরিশাল (সংশোধিত) সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। অভিযোগ রয়েছে, কার্ড বিতরণে অনিয়ম হয়েছে—এই অভিযোগ তুলে ছাত্রদল নেতা আল আমিন শেখ ৩০টি কার্ড দাবি করেন। তার দাবি পূরণ না করায় মঙ্গলবার দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে তাকে মারধর করে এবং পরবর্তীতে বাসার সামনেও হুমকিমূলক মহড়া দেয়।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা আল আমিন শেখ বলেন, “যাঈদের বাবা কাশিপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনে অংশ নেবেন বলে শুনেছি। এ কারণে অধিকাংশ কার্ড ওই ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে, যা সঠিক নয়। আমি তাকে কেবল বলেছি ৯টি ওয়ার্ডে সমানভাবে বিতরণ করতে।” তিনি মারধর বা হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, “যাঈদই আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে।”
অন্যদিকে, যাঈদ দাবি করেন, “কার্ড বিতরণে কোনো অনিয়ম হয়নি। বরং এখনো কার্ডগুলো বিতরণই হয়নি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
বরিশাল (সংশোধিত) কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “ঘটনার প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply