এর আগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়, ফলে এক সপ্তাহেই মৃত্যুর সংখ্যা বেড়ে গেল ৩ জনে। বিভাগজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকলেও সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বরগুনা জেলায়। শুধুমাত্র বরগুনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭০০ জন, যা মোট আক্রান্ত ৪ হাজার ৪৪৬ জনের প্রায় ৬১ শতাংশ।
শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে আরও ১৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনাতেই ভর্তি হয়েছেন ৬৮ জন, বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, পটুয়াখালীতে ২৪ জন, পিরোজপুরে ৯ জন, বরিশাল সদর হাসপাতালে ১০ জন এবং ভোলায় ৩ জন। ঝালকাঠিতে নতুন করে কেউ ভর্তি হয়নি।
বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩৪ জন ডেঙ্গু রোগী। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক ও নার্সদের ব্যাপক চাপ সামলাতে হচ্ছে। বিভাগজুড়ে সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৪৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বরগুনায় ডেঙ্গু সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থানীয় প্রশাসন, হাসপাতাল এবং স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে জরুরি পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply