বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) জুন-২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বিএমপি’র পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
সভায় পুলিশ কমিশনার গত মাসে সদস্যদের কল্যাণের জন্য গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি মাসের জন্য নতুন আবেদনের ভিত্তিতে একাধিক কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেন।
সভায় অফিসার-ফোর্সদের আর্থিক সহায়তা, চিকিৎসা সুবিধা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন ব্যবস্থাপনা ও অন্যান্য কল্যাণসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে সরাসরি মতবিনিময় করা হয়। পুলিশ কমিশনার বলেন, “সকল সদস্যের কল্যাণ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বোচ্চ গুরুত্ব পাবে।”
সভায় তিনি সকল সদস্যকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বাহিনীর সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অবসরোত্তর বিদায় জানানো হয় বিএমপি-তে কর্মরত পুলিশ কনস্টেবল সৈয়দ আবু হানিফকে। দীর্ঘ কর্মজীবনের জন্য তাকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর, সদর দপ্তর ও ডিবি) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, সাপ্লাই ও সিএসবি) মোঃ শরফুদ্দীনসহ বিএমপি’র বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা উন্মুক্ত পরিবেশে নিজেদের মতামত তুলে ধরেন এবং বাহিনীর অভ্যন্তরীণ সেবা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি আহ্বান জানান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply