বরিশাল (সংশোধিত) মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকসহ ওই নারীকে আটক করা হয় নগরীর এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড় এলাকা থেকে।
বিএমপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সোমবার (১২ মে) রাত ৮টা ৫৫ মিনিটে বিসিসি ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন “সততা ভ্যারাটিজ স্টোর” এর সামনে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ জাহিদ হাসান। তার সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান খান, এএসআই (নিঃ) দিদারুল ইসলাম, কনস্টেবল ফরিদ হোসেন, রফিকুল ইসলাম, মেহেদী হাসান খান, ইমাম হোসেন ও নারী কনস্টেবল ফারিয়া খাতুন।
অভিযানে আটককৃত নারী শিরিন আক্তার (২৫), স্বামী মোঃ আজাদ হোসেন, পিতা ইউনুস মিয়া ও মাতা শাহিনূর বেগম। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের বাসিন্দা।
তল্লাশিকালে তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply