০১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিকদের লেখনীর কারণেই জবাবদিহিতা সৃষ্টি হয়

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৩:১৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৭ বার পড়া হয়েছে

সাংবাদিকদের লেখনীর কারণেই সাধারণ জনগনের সেবা নিশ্চিত হয়। এছাড়া কর্মকর্তাদের জবাবদিহিতার বন্দোবস্ত হয় সংবাদকর্মীদের লেখনীর কারণে। আপনারা আমাকে সব সময় সঠিক তথ্য দিয়ে এই জনপদের উন্নয়ন ও সাধারণের সেবা নিশ্চিতে সাহাজ্য করবেন বলে আশা করছি। উপজেলা প্রশাসন সবসময়ই ন্যায়ের পক্ষে ও অন্যায়ের পক্ষে থাকবে”।
মঙ্গলবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বরিশালের বাবুগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব’র সভাপতি সাইফুল রহিম, সিনিয়র সহ সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক আল আমিন, সাংবাদিক এস মাহমুদ, রুবেল সরদার, সৌরভ প্রমুখ।
উল্লেখ্য যে, রবিবার আনুষ্ঠানিকভাবে বাবুগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগদান করেন ফারুক আহমেদ। তিনি এর আগে বরগুনার বেতাগী উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে অফিসার পদে যোগদান করেন। নতুন ইউএনও ফারুক আহমেদ -কে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
ট্যাগস :