মঙ্গলবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বরিশালের বাবুগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব'র সভাপতি সাইফুল রহিম, সিনিয়র সহ সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক আল আমিন, সাংবাদিক এস মাহমুদ, রুবেল সরদার, সৌরভ প্রমুখ।
উল্লেখ্য যে, রবিবার আনুষ্ঠানিকভাবে বাবুগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগদান করেন ফারুক আহমেদ। তিনি এর আগে বরগুনার বেতাগী উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে অফিসার পদে যোগদান করেন। নতুন ইউএনও ফারুক আহমেদ -কে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪