১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো সাদমান

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ২২৮ বার পড়া হয়েছে

ঢাকার কামরাঙ্গীর চর থেকে বরিশালের মেহেন্দিগঞ্জের নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নানার বাড়ির পাশের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয় বলে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।

মারা যাওয়া তিন বছর বয়সী ওই শিশু ওমর ফারুক সাদমান ইতালি প্রবাসী কামরাঙ্গীরচর খলামুড়া এলাকার বাসিন্দা মো. শাহীনের ছেলে।

মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইউপির শ্যামপুর গ্রামে মায়ের সঙ্গে নানা আবুল হোসেন বেপারীর বাড়িতে বেড়াতে এসেছিলো। দুপুর ১২টার দিকে শিশুর মা কাপড় রোদে দিতে ছাদে উঠে। এ সময় সাদমান মায়ের সঙ্গে ছাদে যায়নি। ছাদ থেকে নেমে সাদমানকে না পেয়ে আশপাশে খোঁজ করে। কিছু সময় পর বাড়ি পাশের ডোবায় শিশু সাদমানকে ভাসমান অবস্থায় পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য জাহাঙ্গীর আরও বলেন, শিশু সাদমানকে তার দাদার বাড়ি কামরাঙ্গীরচর নিয়ে যাওয়া হবে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো সাদমান

আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

ঢাকার কামরাঙ্গীর চর থেকে বরিশালের মেহেন্দিগঞ্জের নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নানার বাড়ির পাশের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয় বলে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।

মারা যাওয়া তিন বছর বয়সী ওই শিশু ওমর ফারুক সাদমান ইতালি প্রবাসী কামরাঙ্গীরচর খলামুড়া এলাকার বাসিন্দা মো. শাহীনের ছেলে।

মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইউপির শ্যামপুর গ্রামে মায়ের সঙ্গে নানা আবুল হোসেন বেপারীর বাড়িতে বেড়াতে এসেছিলো। দুপুর ১২টার দিকে শিশুর মা কাপড় রোদে দিতে ছাদে উঠে। এ সময় সাদমান মায়ের সঙ্গে ছাদে যায়নি। ছাদ থেকে নেমে সাদমানকে না পেয়ে আশপাশে খোঁজ করে। কিছু সময় পর বাড়ি পাশের ডোবায় শিশু সাদমানকে ভাসমান অবস্থায় পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য জাহাঙ্গীর আরও বলেন, শিশু সাদমানকে তার দাদার বাড়ি কামরাঙ্গীরচর নিয়ে যাওয়া হবে।