ঢাকার কামরাঙ্গীর চর থেকে বরিশালের মেহেন্দিগঞ্জের নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নানার বাড়ির পাশের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয় বলে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইউপির শ্যামপুর গ্রামে মায়ের সঙ্গে নানা আবুল হোসেন বেপারীর বাড়িতে বেড়াতে এসেছিলো। দুপুর ১২টার দিকে শিশুর মা কাপড় রোদে দিতে ছাদে উঠে। এ সময় সাদমান মায়ের সঙ্গে ছাদে যায়নি। ছাদ থেকে নেমে সাদমানকে না পেয়ে আশপাশে খোঁজ করে। কিছু সময় পর বাড়ি পাশের ডোবায় শিশু সাদমানকে ভাসমান অবস্থায় পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য জাহাঙ্গীর আরও বলেন, শিশু সাদমানকে তার দাদার বাড়ি কামরাঙ্গীরচর নিয়ে যাওয়া হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪