০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেদ কমাতে অস্ত্রোপচার, মারা গেলেন জনপ্রিয় গায়িকা

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ২০৩ বার পড়া হয়েছে

 ইদানীং প্লাস্টিক সার্জারি বা বিভিন্ন অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারা ও শরীরের পরিবর্তন করছেন অনেক তারকা। যত দিন যাচ্ছে, পরিবর্তনের এই নেশা যেন চেপে বসছে গ্ল্যামার জগতের মানুষের মস্তিষ্কে। কেউ সফল হচ্ছেন তো কেউ বা ভুগছেন। কারো কারো জীবনযাত্রাই থেমে যাচ্ছে একটা ভুলে।সেই মিছিলেই যোগ হলো আরেকটি নাম। মারা গেলেন ব্রাজিলিয়ান গায়িকা ডানি লি, যাঁর পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো।

রোগা হওয়ার সহজ উপায় খুঁজতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো ডানি লির! অস্ত্রোপচার করার পর অসুস্থ হয়ে মৃত্যু হয় গায়িকার। ডেইলি মেইল ইউকের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার লাইপোসাকশন হয় গায়িকার।

তার পর থেকেই নানা রকম সমস্যা দেখা দিতে থাকে তাঁর শরীরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয় ওই গায়িকাকে। শেষমেশ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করান তিনি।কিন্তু তার পর থেকেই নানা রকম অস্বস্তিবোধ করতে থাকেন। তাই দ্রুত ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ডানির স্বামী মার্সেলো মিরা বলেন, ‘আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাধিস্থ করা হবে।’ তাদের সাত বছরের এক কন্যাসন্তানও রয়েছে। তবে লাইপোসাকশনই মৃত্যুর কারণ কি না, তা খতিয়ে দেখার জন্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

 

অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডান লি তাঁর হিট গান ‘ইউ সু দা আমাজোনিয়া’র জন্য সর্বাধিক পরিচিত, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। ব্রাজিলের অনেক জনপ্রিয় পপতারকা তিনি। তাঁর শেষ গান ‘গুয়েরা দে আমর’ এ বছর ১৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

মেদ কমাতে অস্ত্রোপচার, মারা গেলেন জনপ্রিয় গায়িকা

আপডেট সময় : ০৬:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

 ইদানীং প্লাস্টিক সার্জারি বা বিভিন্ন অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারা ও শরীরের পরিবর্তন করছেন অনেক তারকা। যত দিন যাচ্ছে, পরিবর্তনের এই নেশা যেন চেপে বসছে গ্ল্যামার জগতের মানুষের মস্তিষ্কে। কেউ সফল হচ্ছেন তো কেউ বা ভুগছেন। কারো কারো জীবনযাত্রাই থেমে যাচ্ছে একটা ভুলে।সেই মিছিলেই যোগ হলো আরেকটি নাম। মারা গেলেন ব্রাজিলিয়ান গায়িকা ডানি লি, যাঁর পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো।

রোগা হওয়ার সহজ উপায় খুঁজতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো ডানি লির! অস্ত্রোপচার করার পর অসুস্থ হয়ে মৃত্যু হয় গায়িকার। ডেইলি মেইল ইউকের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার লাইপোসাকশন হয় গায়িকার।

তার পর থেকেই নানা রকম সমস্যা দেখা দিতে থাকে তাঁর শরীরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয় ওই গায়িকাকে। শেষমেশ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করান তিনি।কিন্তু তার পর থেকেই নানা রকম অস্বস্তিবোধ করতে থাকেন। তাই দ্রুত ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ডানির স্বামী মার্সেলো মিরা বলেন, ‘আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাধিস্থ করা হবে।’ তাদের সাত বছরের এক কন্যাসন্তানও রয়েছে। তবে লাইপোসাকশনই মৃত্যুর কারণ কি না, তা খতিয়ে দেখার জন্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

 

অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডান লি তাঁর হিট গান ‘ইউ সু দা আমাজোনিয়া’র জন্য সর্বাধিক পরিচিত, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। ব্রাজিলের অনেক জনপ্রিয় পপতারকা তিনি। তাঁর শেষ গান ‘গুয়েরা দে আমর’ এ বছর ১৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে।