বেতাগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

- আপডেট সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ২৬৬ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ বরগুনার বেতাগীতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পাঁচ শতাধিক মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় বেতাগী’তে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটি‘র আয়োজনে এবং যুব রেডক্রিসেন্ট, এনসিটিএফ ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র সহযোগিতায় ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ’র সভাপতি মো: খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুরর রহমান।
এ সময়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম ফারুক সিকদার ও লিয়াকত হোসেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বরগুনা জেলা যুব পরিষদের সদস্য আলি আহমেদসহ অন্যান্যরা। মোমবাতি প্রজ্জ্বলন শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।