বসতঘরে আগুন লেগে ৫ বছরের শিশুর মৃত্যু

- আপডেট সময় : ০৩:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ১৭৩ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে একটি বসতঘরে কুপি থেকে আগুন লেগে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘর থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জয়াল ভাঙা এলাকায় কালাম গাজির বসতঘরে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। নিহত জুনায়েদ নিশানবাড়িয়া ইউনিয়নের কালাম গাজীর ছেলে।
স্থানীয়র সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া এলাকার জয়াল ভাঙা এলাকা ঘূর্ণিঝড় রেমালের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এক সপ্তাহ। বসতঘরে রাতের অন্ধকার কুপি জ্বালানো হয়। কুপি থেকে ঐ বসতঘরটিতে আগুন লাগে। এতে ঘরের মধ্যে আটকে পড়ে শিশু জুনায়েদ। এসময় পরিবারের অন্য সদস্যরা বাহিরে ছিলেন। মুর্হুতেেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘর থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে জুনায়েদের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন তার বড় ভাই জুবায়ের (১৮)। পরে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ারা তুম্পা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।