০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিরোজপুরে কুলখানি অনুষ্ঠানে গিয়ে ২ নেতা আটক

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৫:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ২২৯ বার পড়া হয়েছে

থানা পুলিশ ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন (৫৫) এবং পৌর বিএনপির আহবায়ক আ. মন্নান হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে। বুধবার দুপুরে উপজেলার সরদারপাড়ায় এক বিএনপি নেতার কুলখানি অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় প্রয়াত বিএনপি নেতা মহিউদ্দীন খান দীপুর কুলখানি অনুষ্ঠানের খাবার তৈরির আয়োজন চলছিল। এ সময় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এই দুই নেতাকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যান বলে জানা যায়।
আলমগীর হোসেনের ভাই মো. জাকির হোসেন জানান, পুলিশ দোয়া ও মিলাদের অনুমতি না দেওয়ায় এ কর্মসূচি বাতিল করেছিল। পুলিশ এরপরও তাদের গ্রেফতার করে।
ভাণ্ডারিয়া থানার ওসি আবির মোহম্মদ হোসেন জানান, পূর্বের নাশকতা মামলায় সন্দেহজনকভাবে তাদের গ্রেফতার করা হয়েছে।
ট্যাগস :
.