গলাচিপায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

- আপডেট সময় : ০১:২৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ১০১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ আগস্ট) পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্যাদা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, লোকমুখে শুনে আমরা আইসা দেখি প্যাদা বাড়ির মানিক প্যাদার স্ত্রী খাদিজা বেগম (৩৭)কে কে বা কাহারা নিজ বাড়িতেই গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। পরে আমরা চেয়ারম্যনকে খবর দিলে তিনি গলাচিপা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
নিহতের স্বামী মানিক প্যাদা জানান, আমার স্ত্রী সকালে নামাজ পড়ে সাংসারিক কাজ কর্মে করতে ছিলো, আমার ছেলেও মাদরাসায় চলে যায়, আমিও আমার কাজে যাই, তার ঘণ্টা খানেক পরে দেখি আমার বাড়ির দিকে বহু লোক যাইতে আছে, পরে আমিও গিয়া দেখি আমার স্ত্রী গলাকাটা অবস্থায় পড়ে আছে। কারা এ কাজ করলো জানি না।
গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।