০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, অস্ত্র উদ্ধার, আটক ৪

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ১২:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১৯৩ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এসময় দুইজন অস্ত্র তৈরির কারিগরসহ চারজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল সংখ্যক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
তবে র্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যায় কারখানাটির মালিক ও প্রধান অস্ত্র তৈরির কারিগর মনিউল হক।
বুধবার ভোররাতে ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে এই অস্ত্র কারখানা পাওয়া যায়।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি করে আসছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে দুইজন এবং বসতবাড়ি থেকে দুইজনকে আটক করা হয়।