ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

- আপডেট সময় : ০১:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ২১০ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ কুমিল্লার হোমনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অতিরঞ্জিত করে ফেসবুকে প্রচার করার দায়ে দুইজনকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, সোমবার সন্ধ্যায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের সময় পটকাবাজি ফুটিয়ে নির্বাচনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে উল্লাস করার দায়ে মহরম আলী আলী নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা এবং সেই তথ্যকে অতিরঞ্জিত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোসহ নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে উস্কানিমূলক তথ্য প্রচারের দায়ে মো. আনিসুর রহমান ভূঁইয়াকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, সোমবার ভাষানিয়া ইউনিয়নের মহররম আলী নামের এক দোকানদার ভাষানিয়া ইউনিয়নের কাজিরগাঁও চৌরাস্তায় চকলেট বাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেন। এ ঘটনাটি অতিরঞ্জিত করে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বৈধতা পাওয়া উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে মো. আনিসুর রহমান ভূঁইয়া নামে এক ফেসবুক আইডিতে পোস্ট করেন।