স্বরূপকাঠির পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৭:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ৩০৭ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের স্বরূপকাঠির পৃথক দুই স্থান থেকে এক হিন্দু নারী ও এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা নদীর কামারকাঠী এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অজ্ঞাত এক হিন্দু নারী এবং পৌর এলাকার ২ নং ওয়ার্ড থেকে নবম শ্রেনী পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল সোমবার (৮ জানুয়ারি) সকালে স্বরূপকাঠি পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা খলিলুর রহমানের নাতনী যুথি (১৫) তার নানার ঘরের দোতলায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন যুথিকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করে।
ওই ওয়ার্ডের কমিশনার মো. সাখাওয়াত হোসেন শিপন (স্বপন) জানান, বাবা মায়ের বিচ্ছেদের পর যুথি তার নানা খলিলের বাসায় থেকে পড়াশোনা করত। আত্মহত্যার কারণ জানা যায়নি।
এদিকে একই দিন দুপুরে জলাবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারকাঠি এলাকায় সন্ধ্যা নদীর চরে অজ্ঞাত এক হিন্দু নারীর মরদেহ দেখতে পায় জেলেরা। খবর পেয়ে নেছারাবাদ থানার এস আই পনিরের নেতৃত্বে ওই মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল।
পুলিশের ধারণা, ওই নারীকে ফাঁস দিয়ে হত্যা করে তার লাশ গুম করতে পানিতে ফেলা হয়েছে। নিহতের পরনে গিয়া রঙের শাড়ি, লাল রঙের ব্লাউজ ও পেটিকোট এবং হাতে শাখা ও মাথায় সিঁদুর পরা ছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, দুই মরদেহ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।স্কুলছাত্রীর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা এবং অজ্ঞাত নারীর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।