০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক গ্রেপ্তার

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৯:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯৩ বার পড়া হয়েছে

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মুনিম ফেরদৌস বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে।

জাহিদ ফারুক ছাত্রজীবনে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হন। ২০০৪ সালে অবসর গ্রহণের পর আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। গত ৫ আগস্টে হাসিনা সরকারের পতন হলে জাহিদ ফারুকও অন্যান্য নেতা-মন্ত্রীদের মতো আত্মগোপনে চলে যান।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

সাবেক প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মুনিম ফেরদৌস বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে।

জাহিদ ফারুক ছাত্রজীবনে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হন। ২০০৪ সালে অবসর গ্রহণের পর আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। গত ৫ আগস্টে হাসিনা সরকারের পতন হলে জাহিদ ফারুকও অন্যান্য নেতা-মন্ত্রীদের মতো আত্মগোপনে চলে যান।