শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে

- আপডেট সময় : ০৭:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ১৫০ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে।
বরিশালে ২৫ মার্চ থেকে টানা এ কর্মবিরতি চলছে তাদের।
এতে কিছুটা হলেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে চিকিৎসা সুবিধা নিতে আসা রোগীদের।
কর্মবিরতির ডাক দেওয়াতে ইন্টার্ন চিকিৎসকদের অনেকেই হাসপাতালে কাজ করছেন না। আবার কোনো কোনো ওয়ার্ডে ইন্টার্নদের দেখা যাচ্ছে। তবে অন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করায় এর তেমন কোনো প্রভাব রোগীদের ওপর পড়ছে না।
এদিকে রোগীরা বলছেন, চিকিৎসকরা আসেন বলে তাদের তেমন বেগ পেতে হচ্ছে না। তবে কর্তব্যরত সেবিকারা বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে তাদের ওপর বাড়তি চাপ পড়ছে।
অপরদিকে হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ইন্টার্নদের কর্মবিরতি চলায় অধ্যাপক, সহযোগী অধ্যাপকদের দিয়ে চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন।