শিক্ষার্থীদের দিয়েই চিকিৎসা সেবা চলছে শেবাচিমে!

- আপডেট সময় : ০১:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ২৩৬ বার পড়া হয়েছে

বরিশালের শেবাচিমে দ্বিতীয় দিনে মতো ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। বুধবার সকালে হাসপাতালে কোনো ইন্টার্ন চিকিৎসককে কাজ করতে দেখা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রোগী ও তাদের স্বজনরা জানান, বুধবার দুপুরের পর থেকে কোনো চিকিৎসক তাদের খোঁজ খবর নেয়নি। এমনকি কোনো চিকিৎসকের দেখাও তারা পাননি। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন তারা। বিশেষ করে ইন্টার্ন চিকিৎসকরা সাধারণত ২৪ ঘণ্টাই রোগীর পাশে থাকতেন। কিন্তু ধর্মঘটের কারণে এখন আর তারা কেউ সেখানে নেই। এদিকে পকেট কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করা না হলে এবং কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেলে এ আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা। ফলে বুধবারও খানিকটা ব্যাহত হচ্ছে এখানকার চিকিৎসাসেবা। এর আগে মঙ্গলবার দুপুর ১টা থেকে ধর্মঘট ডাকেন ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে,হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের আন্দোলনকারীদের দ্বিতীয় দিনের ন্যায় অব্যহত ধর্মঘটের সংবাদ কভার করতে সাংবাদিকরা শেবাচিমে গেলে দেখা যায়, বিভিন্ন ওয়ার্ডে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা রোগীদের চিকিৎসা দিচ্ছে। এসময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পঞ্চম ব্যাচের নাজিয়া নওরীন নামের এক শিক্ষার্থী নিজেকে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক বলে সাংবাদিকদের জানান তিনি। শিক্ষার্থী হয়েও কিভাবে নিজেকে ইন্টার্ন চিকিৎসক দাবী করে সে ব্যাপারে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আরুফুজ্জামান বলেন,ওরা জুনিয়র শিক্ষার্থী হলেও ওরাই রোগীদের রিসিভড করে এবং তাদের প্রথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকে। তবে ঐ শিক্ষার্থী যদি নিজেকে ইন্টার্ন চিকিৎসক বলে থাকে হয়ত আপনাদের (সাংবাদিক) প্রশ্নের মুখে নার্ভাস হয়ে বলে ফেলেছে। এবিষয়টি নিয়ে তেমন নেগেটিভ চিন্তাভাবনা না করাই ভালো। উল্ল্যেখ্য, ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন এবং বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের পৃথক দুটি কমিটি মঙ্গলবার অনুমোদন দেওয়া হয়। দুটি কমিটিতে পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া চিকিৎসকরা মঙ্গলবার বেলা ১টা থেকে চিকিৎসাসেবা বন্ধ করে দেন।