ঝালকাঠি-১
শাহজাহান ওমরের পক্ষে না থাকার ঘোষণা রাজাপুর আ’লীগের

- আপডেট সময় : ০৫:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ২৫৪ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে এবার রাজাপুর উপজেলা আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমরের পক্ষে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে দলের সাধারণ সভায় এক রেজুলেশনে ওমরের নির্বাচন না করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়। অপর দিকে কাঠালিয়া আওয়ামী লীগও এখন পর্যন্ত শাহজাহান ওমরের নৌকা প্রতীকের পক্ষে কাজ শুরু করেনি। তারা নৌকার পক্ষে কাজ করতে প্রার্থীর আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়ায় এখন পর্যন্ত ওমরের পক্ষে মাঠে নামেনি।
রাজাপুর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খাইরুল আলম সরফরাজ স্বাক্ষরিত রেজুলেশনে উলেখ করা হয়, শাহজাহান ওমর নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত দলের সাথে যোগাযোগ করেননি। উপজেলা আওয়ামী লীগ অফিসে আসেননি। ওমরের নিজস্ব বাসভবন যেটি বিগত দিনে বিএনপি অফিস ছিল সেখানে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। বিএনপি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। এসময় মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনতাবিরোধী, থানা শান্তি কমিটির সভাপতির ছেলে এবং থানা রাজাকার বাহীনীর কমান্ডারের ছেলে তার সাথে থাকছে।