০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লুটপাট ও চাঁদাবাজি করায় অভিযোগে ঝালকাঠির ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১২:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • / ১০৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের চলমান উদ্ভুত পরিস্থিতির সময় চাঁদাবাজি ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে ও দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ঝালকাঠির দুই যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (৯ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দফতর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো: শামীম তালুকদার ও নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক মো: সালাউদ্দিন শাহীনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী ভাঙচুর ও সহিংসতা ছড়িয়ে পরলে ঝালকাঠিতে ও বিভিন্ন সহিংসতার খবর পাওয়া যায়। বিভিন্ন স্থানে লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে ফোন দিয়ে ও বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে চাঁদা চাওয়া হয়। এসব সুনির্দিষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, যুবদল নেতা শামীম তালুকদারে ঝালকাঠিতে প্রায় দুই কোটি টাকার চাদাবাজি করছে। এছাড়া সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই। কোনো অরাজকতা মেনে নেয়া হবে না। আমরা শান্তিপূর্ণ জেলা গড়তে সজাগ রয়েছি।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

লুটপাট ও চাঁদাবাজি করায় অভিযোগে ঝালকাঠির ২ যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ১২:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের চলমান উদ্ভুত পরিস্থিতির সময় চাঁদাবাজি ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে ও দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ঝালকাঠির দুই যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (৯ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দফতর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো: শামীম তালুকদার ও নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক মো: সালাউদ্দিন শাহীনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী ভাঙচুর ও সহিংসতা ছড়িয়ে পরলে ঝালকাঠিতে ও বিভিন্ন সহিংসতার খবর পাওয়া যায়। বিভিন্ন স্থানে লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে ফোন দিয়ে ও বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে চাঁদা চাওয়া হয়। এসব সুনির্দিষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, যুবদল নেতা শামীম তালুকদারে ঝালকাঠিতে প্রায় দুই কোটি টাকার চাদাবাজি করছে। এছাড়া সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই। কোনো অরাজকতা মেনে নেয়া হবে না। আমরা শান্তিপূর্ণ জেলা গড়তে সজাগ রয়েছি।