লালমোহনে ৯ মাসের শিশুর গলা কাটল দুর্বৃত্তরা

- আপডেট সময় : ০৬:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ২০৮ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে নয় মাসের শিশু সন্তান চানকে ঘরে রেখে কাজে গিয়েছিলেন মা। কাজ শেষে ঘরে ঢুকে দেখেন সন্তানের গলা কাটা।
শনিবার (৩০ মার্চ) ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শিশু রবিউল ইসলাম মুন্না (চান) ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড খারাকান্দি গ্রামের আবদুল হাসিম ও আকলিমা বেগম দম্পত্তির ছেলে।
শিশুটির মা আকলিমা বেগম জানান, তার তিন ছেলের মধ্যে রবিউল ইসলাম মুন্না ছোট। বড় ছেলে ঢাকায় বাবার সাথে সিএনজি চালায়। শনিবার সকালে শিশু সন্তান চানকে ঘরের বারান্দার খাটের ওপর রেখে মেঝো ছেলেসহ পাশের বিলে গরুর ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। কাজ শেষে ঘরে ফিরে তার সন্তানকে মাঝ ঘরের খাটের ওপর দেখতে পান। এ সময় ছেলেকে ওঠানে গেলে দেখেন তার গলায় কাঁচির আঘাতের মতো। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশু রবিউল ইসলাম মুন্নার গলায় সাত-আটটি সেলাই লেগেছে। তার গলার রগ কাটা যায়নি, তবে চামড়া কাটা গেছে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনায়েত হোসেন বলেন, ‘আমরা এ সংক্রান্ত তথ্য পেয়ে শিশুটিকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’