লালমোহনে ৬টি চোরাই গরুসহ চোর আটক

- আপডেট সময় : ০৬:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলায় ছয়টি চোরাই গরুসহ মো. আমির হোসেন (৩৫) নামে এক চোরকে আটক করেছে পুলিশ। আটক আমির হোসেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে। রবিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী থেকে গরুসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে জনাতে পারেন, চর কচুয়াখালীতে ৬টি গরু চুরি করে নিজের জিম্মায় রেখেছেন আমির হোসেন নামের এক ব্যক্তি।ওই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চর কচুয়াখালীতে অভিযান চালায়। এ সময় চরের সরকারি আবাসনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গরুগুলোকে পাওয়া যায়। পরে সেখান থেকে গরুগুলো উদ্ধারসহ চোর আমির হোসেনকে আটক করা হয়।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, আটক আমির হোসেন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে এর আগেও চুরিসহ অন্যান্য অভিযোগে ৪টি মামলা রয়েছে। নতুন করে আমির হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।