রোজাদারদের জন্য অর্ধেক ভাড়া নিচ্ছেন পিরোজপুরের ইউসুফ

- আপডেট সময় : ০৩:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৭৬ বার পড়া হয়েছে

পিরোজপুরে মো. ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক রমজান উপলক্ষে রোজাদারদের থেকে হাফ ভাড়া নিচ্ছেন।
তার রিকশার পেছনে লেখা রয়েছে – ‘পবিত্র রমজান উপলক্ষে রোজাদার যাত্রীদের জন্য ১০ রমজান পর্যন্ত হাফ ভাড়া নেওয়া হয়।
জানা গেছে, এই উদ্যোগকে আরও ১০ দিন বাড়িয়ে ২০ রমজান পর্যন্ত করেছেন ওই রিকশাচালক।
একজন রিকশাচালকের এমন উদ্যোগ শহরে ব্যাপক সাড়া ফেলেছে।জানা গেছে, গত প্রায় তিন দশক ধরে পিরোজপুর শহরে রিকশা চালান মো. ইউসুফ (৪৫)। তার বাড়ি পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামে।তিনি এক ছেলে ও এক কন্যার বাবা। ছেলে ঢাকায় থাকেন আর মেয়েকের বিয়ে দিয়েছেন।
ইউসুফের রিকশায় ওঠা একাধিক যাত্রী বলেন, রিকশা থেকে নামার পর তাকে নির্ধারিত ভাড়া দিলেও তিনি নিজের থেকেই অর্ধেক ভাড়া নিচ্ছেন। তার কাছে কারণ জানতে চাইলে তিনি বলেন, রমজান উপলক্ষে অর্ধেক ভাড়া নিচ্ছেন।
পিরোজপুর পৌর শহরের মধ্য রাস্তার নিবাসী মো. মিরাজ কাজী বলেন, শনিবার বিকালে শহরের দামুদর ব্রিজের কাছ থেকে ওই চালকের রিকশায় উঠি। নিয়মিত ভাড়া ২০ টাকা। তাই বাসার সামনে নেমে তাকে একটি ২০ টাকার নোট দিই। তিনি আমাকে ১০ টাকা ফেরত দেন। পরে কারণ জানতে চাইলে তিনি রিকশার পেছনের লেখাটি পড়তে বলেন।
উদীচী শিল্পীগোষ্ঠীর পিরোজপুর জেলা শাখার সভাপতি ও শহরের জ্যেষ্ঠ সংবাদকর্মী খালিদ আবু বলেন, রমজান উপলক্ষে সারা দেশে সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আর একজন রিকশাচালকের রমজান উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিচ্ছেন। তার এ উদ্যোগ ওই সিন্ডিকেটের বিরুদ্ধে নীরব প্রতিবাদ বলে মনে করি। তার এমন কাজ অনুকরণীয়।
ইউসুফ শিক্ষার্থী ও দরিদ্র মানুষের কাছ থেকেও কম ভাড়া নেন বলেও জানান খালিদ আবু।