১২:১০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে পাঠান হলো হাসপাতালে

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • / ১৯২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে নির্বাচনী প্রতিহিংসার জেরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ইউপি সদস্য সুমন উপজেলার বগা ইউপির ৫নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি। তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার শাপলাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থক ও ইউপি সদস্য সাইদুর রহমান সুমনকে ঘটনাস্থলে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এর আগে বুধবার রাতে ঘোড়া প্রতীকের সমর্থকরা রাজনগর এলাকায় আনারস প্রতীকের সমর্থকদের ধাওয়া করে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনা জড়িত হতে পারে। কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। অন্যদিকে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেন খান।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে পাঠান হলো হাসপাতালে

আপডেট সময় : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

পটুয়াখালীর বাউফলে নির্বাচনী প্রতিহিংসার জেরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ইউপি সদস্য সুমন উপজেলার বগা ইউপির ৫নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি। তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার শাপলাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থক ও ইউপি সদস্য সাইদুর রহমান সুমনকে ঘটনাস্থলে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এর আগে বুধবার রাতে ঘোড়া প্রতীকের সমর্থকরা রাজনগর এলাকায় আনারস প্রতীকের সমর্থকদের ধাওয়া করে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনা জড়িত হতে পারে। কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। অন্যদিকে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেন খান।