০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ে বন্ধু নিয়ে হোটেলে গিয়ে লাশ হলো বরিশালের সাব্বির

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর কলাবাগানের ইমেজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মো. সাব্বির (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্য রাত্রে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের বন্ধু পাভেল বলেছেন, আমরা জানতে পেরেছি মেয়ে বন্ধুর সঙ্গে সময় কাটানোর জন্য বৃহস্পতিবার রাতে কলাবাগানের ইমেজ হোটেলের একটি কক্ষ ভাড়া নেয় সাব্বির। সেখানে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাব্বির।

এদিকে নিহতের মামাতো ভাই মো. রায়হান জানান, সাব্বির বরিশাল জেলার বাবুগঞ্জ থানার জাহাঙ্গীর মিয়ার সন্তান। বর্তমানে শুক্রাবাদের ৯৪/১ নম্বর বাসায় থাকতেন। নিহত দুই ভাই এক বোন। তিনি বলেন, আমার ভাই সাব্বির ওর বাবার ব্যবসা দেখাশোনা করত। আমরা লোক মুখে শুনেছি সে হোটেলে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে করেছে এ বিষয়টি আমরা জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

মেয়ে বন্ধু নিয়ে হোটেলে গিয়ে লাশ হলো বরিশালের সাব্বির

আপডেট সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪

রাজধানীর কলাবাগানের ইমেজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মো. সাব্বির (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্য রাত্রে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের বন্ধু পাভেল বলেছেন, আমরা জানতে পেরেছি মেয়ে বন্ধুর সঙ্গে সময় কাটানোর জন্য বৃহস্পতিবার রাতে কলাবাগানের ইমেজ হোটেলের একটি কক্ষ ভাড়া নেয় সাব্বির। সেখানে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাব্বির।

এদিকে নিহতের মামাতো ভাই মো. রায়হান জানান, সাব্বির বরিশাল জেলার বাবুগঞ্জ থানার জাহাঙ্গীর মিয়ার সন্তান। বর্তমানে শুক্রাবাদের ৯৪/১ নম্বর বাসায় থাকতেন। নিহত দুই ভাই এক বোন। তিনি বলেন, আমার ভাই সাব্বির ওর বাবার ব্যবসা দেখাশোনা করত। আমরা লোক মুখে শুনেছি সে হোটেলে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে করেছে এ বিষয়টি আমরা জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।