০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়ন পেয়েও বাদ পড়া প্রার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • / ২৬৪ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ দুইবারের সাবেক সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে তালুকদার ইউনুসের জুনিয়র অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত হয়েও জোটের কারণে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে আসেন তালুকদার ইউনুস। এতে নেতাকর্মীরা তার কাছে এসে কান্নাকাটি করেন। এ নিয়ে তিনিও (ইউনুস) মানসিকভাবে ভেঙ্গে পরেন। একপর্যায়ে মঙ্গলবার দুপুরের পর অসুস্থতাবোধ করলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের মেয়ে জামাতা চিকিৎসক ডাঃ নাঈম জানিয়েছেন, হার্টবিট বেশি। তেমন কোন সমস্যা নেই। চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রমতে, বরিশাল-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন সাবেক দুইবারের জনপ্রিয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কর্মকা- পরিচালনা করে আসছিলেন। এরইমধ্যে ১৪ দলের শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী করা হয়। এরপর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি প্রদ্ধা জানিয়ে তালুকদার মোঃ ইউনুস তার প্রার্থীতা প্রত্যাহার করেন। এরপর মহাজোটের প্রার্থী মেননকে সাথে নিয়ে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তালুকদার ইউনুস সভাও করেছেন। ওই সভায় নেতাকর্মীদের নিয়ে মেননের পক্ষে কাজ করারও অঙ্গীকার করেন। কিন্তু তালুকদার ইউনুসের মনোনয়ন প্রত্যাহারকে কোন অবস্থাতেই মেনে নিতে পারছেন না ওই আসনের আওয়ামী লীগের নেতাকর্মী থেকে সাধারণ ভোটাররা।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

মনোনয়ন পেয়েও বাদ পড়া প্রার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

আপডেট সময় : ০৬:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

বার্তা ডেস্ক ॥ দুইবারের সাবেক সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে তালুকদার ইউনুসের জুনিয়র অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত হয়েও জোটের কারণে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে আসেন তালুকদার ইউনুস। এতে নেতাকর্মীরা তার কাছে এসে কান্নাকাটি করেন। এ নিয়ে তিনিও (ইউনুস) মানসিকভাবে ভেঙ্গে পরেন। একপর্যায়ে মঙ্গলবার দুপুরের পর অসুস্থতাবোধ করলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের মেয়ে জামাতা চিকিৎসক ডাঃ নাঈম জানিয়েছেন, হার্টবিট বেশি। তেমন কোন সমস্যা নেই। চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রমতে, বরিশাল-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন সাবেক দুইবারের জনপ্রিয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কর্মকা- পরিচালনা করে আসছিলেন। এরইমধ্যে ১৪ দলের শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী করা হয়। এরপর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি প্রদ্ধা জানিয়ে তালুকদার মোঃ ইউনুস তার প্রার্থীতা প্রত্যাহার করেন। এরপর মহাজোটের প্রার্থী মেননকে সাথে নিয়ে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তালুকদার ইউনুস সভাও করেছেন। ওই সভায় নেতাকর্মীদের নিয়ে মেননের পক্ষে কাজ করারও অঙ্গীকার করেন। কিন্তু তালুকদার ইউনুসের মনোনয়ন প্রত্যাহারকে কোন অবস্থাতেই মেনে নিতে পারছেন না ওই আসনের আওয়ামী লীগের নেতাকর্মী থেকে সাধারণ ভোটাররা।