০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ট্রাকচাপায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / ২৪২ বার পড়া হয়েছে

রোববার (১৯ মে) রাতে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পনির উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে। তিনি পৌরসভার ডাকবাংলো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে উপজেলা সদরের বাসায় ফিরছিলেন। হঠাৎ তার মোটরসাইকলেটি বিকল হলে তিনি সেটি নিয়ে হেঁটে আসছিলেন।

এ সময় ওই সড়কের খান বাড়ি সংলগ্ন স্থানে তুষখালী থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সোলায়মান সালেহিন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে তা আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

মঠবাড়িয়ায় ট্রাকচাপায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত

আপডেট সময় : ০৪:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

রোববার (১৯ মে) রাতে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পনির উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে। তিনি পৌরসভার ডাকবাংলো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে উপজেলা সদরের বাসায় ফিরছিলেন। হঠাৎ তার মোটরসাইকলেটি বিকল হলে তিনি সেটি নিয়ে হেঁটে আসছিলেন।

এ সময় ওই সড়কের খান বাড়ি সংলগ্ন স্থানে তুষখালী থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সোলায়মান সালেহিন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে তা আটকের চেষ্টা চলছে।