মঠবাড়িয়ায় এমপির সাথে কর্মকর্তাদের পরিচিতি সভা

- আপডেট সময় : ০৬:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ২৩৭ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুর – ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের সাথে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর – ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান,মঠবাড়িয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফেরদৌস ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হালিম সহ বিভিন্ন দফতরের প্রধানগন।
প্রধান অতিথির বক্তব্যে শামীম শাহনেওয়াজ এমপি বলেন,আপনারা আমাকে সহযোগিতা করবেন।আমি আপনাদের সম্মানের জায়গায় রাখার চেষ্টা করবো।মঠবাড়িয়াকে নিরাপদ মঠবাড়িয়া হিসেবে গড়ে তুলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।মঠবাড়িয়া হবে স্মার্ট মঠবাড়িয়া। মঠবাড়িয়া হবে মাদকমুক্ত মঠবাড়িয়া। আজকের এখানে আমার ছোট ভাই আশরাফুর রহমানের বক্তব্য দেওয়ার কথা।কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। সবাই আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।