০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ৫ ট্রলারডুবিতে উদ্ধার ৪৯ জেলে

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭৫ বার পড়া হয়েছে

নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার বঙ্গোপসাগর মোহনায় ৫টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ ট্রলারের ৪৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। ১৪ সেপ্টেম্বর বিকেলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চত করেছেন।

ডুবে যাওয়া ৫টি ট্রলারের মধ্যে ৪টি নোয়াখালীর নিঝুম দ্বীপ সংলগ্ন খরচির চর এলাকার বঙ্গোপসাগর মোহনায় এবং অপর ১টি ট্রলার ঢালচর এলাকার বঙ্গোপসাগর মোহনায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ৫টি ট্রলারে ৪৯ জন মাঝি-মাল্লা ছিল। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নোয়াখালীর নিঝুম দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৪টি ট্রলারের ৩৯ জেলে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। ঢালচর এলাকায় ডুবে যাওয়া ১০ জেলে চরফ্যাশন উপজেলার ঢালচর ও চরমানিকা এলাকার বলে জানা যায়।

নোয়াখালীর নিঝুম দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের উৎপল মাঝি, স্বপন মাঝি, বাকের মাঝি ও ঢালচরের বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের আকতার মাঝি জানান, তারা বঙ্গোপসাগরে মাছ শিকার করছিল। শুক্রবার দুপুরের পর থেকে হঠাৎ করে বৈরী আবহাওয়া দেখা দিলে তারা ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করে। এ সময় সাগর মোহনায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। ডুবে যাওয়ার ৩ ঘণ্টার মধ্যে নিখোঁজ হওয়া ৭ মাঝি-মাল্লাসহ ৪৯ জনকে উদ্ধার করতে সক্ষম হন অদূরে থাকা ট্রলারের মাঝিরা।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বৈরী আবহাওয়া কারণে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ৫টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন আর নিখোঁজ কেউ নেই। আমরা ক্ষতিগ্রস্ত জেলেদের তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা করব। একই কথা জানিয়েছেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ভোলায় ৫ ট্রলারডুবিতে উদ্ধার ৪৯ জেলে

আপডেট সময় : ০৬:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার বঙ্গোপসাগর মোহনায় ৫টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ ট্রলারের ৪৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। ১৪ সেপ্টেম্বর বিকেলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চত করেছেন।

ডুবে যাওয়া ৫টি ট্রলারের মধ্যে ৪টি নোয়াখালীর নিঝুম দ্বীপ সংলগ্ন খরচির চর এলাকার বঙ্গোপসাগর মোহনায় এবং অপর ১টি ট্রলার ঢালচর এলাকার বঙ্গোপসাগর মোহনায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ৫টি ট্রলারে ৪৯ জন মাঝি-মাল্লা ছিল। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নোয়াখালীর নিঝুম দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৪টি ট্রলারের ৩৯ জেলে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। ঢালচর এলাকায় ডুবে যাওয়া ১০ জেলে চরফ্যাশন উপজেলার ঢালচর ও চরমানিকা এলাকার বলে জানা যায়।

নোয়াখালীর নিঝুম দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের উৎপল মাঝি, স্বপন মাঝি, বাকের মাঝি ও ঢালচরের বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের আকতার মাঝি জানান, তারা বঙ্গোপসাগরে মাছ শিকার করছিল। শুক্রবার দুপুরের পর থেকে হঠাৎ করে বৈরী আবহাওয়া দেখা দিলে তারা ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করে। এ সময় সাগর মোহনায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। ডুবে যাওয়ার ৩ ঘণ্টার মধ্যে নিখোঁজ হওয়া ৭ মাঝি-মাল্লাসহ ৪৯ জনকে উদ্ধার করতে সক্ষম হন অদূরে থাকা ট্রলারের মাঝিরা।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বৈরী আবহাওয়া কারণে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ৫টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন আর নিখোঁজ কেউ নেই। আমরা ক্ষতিগ্রস্ত জেলেদের তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা করব। একই কথা জানিয়েছেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন।