বোরহানউদ্দিনে এসিল্যান্ড এর অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৪:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে

মো. ইউসুফ হোসেন অনিক, ভোলা প্রতিনিধিঃ দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তার কার্যালয় ঘেরাও করেছে বোরহানউদ্দিন উপজেলা ও পৌরসভার ক্ষতিগ্রস্ত হাজার হাজার জনগন।
রবিবার সকাল ১১টায় বোরহানউদ্দিন পৌরশহরের পশ্চিম বাজারে হাজার হাজার জনগন জরো হয়ে মিছিল শুরু করে। মিছিলটি উপজেলা নির্বাহী কার্যালয় গুরে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সামনে এসে, তার পদত্যাগের দাবীতে অবস্থান নিয়ে উত্তেজিত জনতা বিক্ষোভ করতে করতে ভুমি অফিসে প্রবেশের চেষ্টা করলে। তাদেরকে শান্ত করে উপজেলা বিএনপির সিনিয়র নেতারা, ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে উপজেলা ও পৌরসভার ক্ষতিগ্রস্থ জনগনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন এসময় বক্তারা আগামী ৭২ঘন্টার মধ্যে অভিযুক্ত সহকারী কমিশনার মো. মেহেদী হাসান কে বোরহানউদ্দিন থেকে অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের আহ্বান জানান। এবং আগামী ৭২ ঘন্টার মধ্য তাকে অপসারণ না করলে এই উপজেলার সর্বস্তরের জনগন একত্রিত হয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবে বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান গনমাধ্যম কে জানান, যে অভিযোগগুলো এসেছে তা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, বিভাগীয় তদন্ত হবে তদন্তে অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি ) মো. মেহেদী হাসান গনমাধ্যমকে জানান, চরাঞ্চলের ফসলি জমি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার বাধা প্রদান, তেতুলিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা প্রদান এবং এখন পর্যন্ত পৌরসভার মহাসড়কগুলো ইজারা হয়নি তারপরো মহাসড়কে প্রকৃত ইজারাদার না থাকায় ইজারা কেনো বাতিল হবেনা এই মর্মে শোকজ করায়। একটি স্বার্থানেশ্বী মহল আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে অপসারণ দাবী করেছে। ভোলার মুল জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।