বেতাগী পৌরসভা কার্যালয়ে হামলা-ভাঙচুর

- আপডেট সময় : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ১১২ বার পড়া হয়েছে

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবিরসহ শীর্ষ পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান।
উপজেলা আওয়ামী লীগের মধ্যে দলীয় কোঁদল রয়েছে জানিয়ে হুমায়ূন কবির আরো বলেন, গত জানুয়ারিতে সংসদ সদস্য পরিবর্তন হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তারপর উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম কবির তার দলের সাধারণ সম্পাদকের বিপক্ষে একজন ইউপি চেয়ারম্যানকে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী করে বিজয়ী করিয়েছেন। সেই সময় স্থানীয় আওয়ামী লীগের কোঁদল আরো বেড়ে যায়। তাদের মধ্যের কোনো এক পক্ষ আজকের এই ভাঙচুরের ঘটনা ঘটিয়ে বিএনপিকে দোষারোপ করছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, পৌরসভায় হামলার খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে আমরা তদন্ত করছি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, পৌরসভা কার্যালয়ে হামলার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।