বেতাগীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

- আপডেট সময় : ১২:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ২০৭ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ বরগুনার বেতাগীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু ও যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মোতালেব সিকদার। বক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু ও বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার।
অনুষ্ঠানের শুরুতেই বেতাগী থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।