০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / ২১০ বার পড়া হয়েছে

বরিশাল: বরিশালের উজিরপুরে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় বাস ও মাইক্রোবাসের দুই চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার (১৯ জুন) দুপুরে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃষ্টি ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এলাকার আব্দুর জলিলের মেয়ে।

জানা গেছে, বৃষ্টি ও বাতাসের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সরদার বাড়ির সামনে একটি রেইনট্রি গাছ ভেঙে পড়ে। সেই গাছ অতিক্রম করে যাওয়ার সময় একটি মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার সময় ঝালকাঠি থেকে বরযাত্রী বহনকারী গাড়িবহর গৌরনদীর বাটাজোরের দিকে যাচ্ছিল। আর গ্রেট বিক্রমপুর পরিবহন কোম্পানির বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও গৌরনদী হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

পুলিশ জানায়, বৃষ্টি নামে ১৬ বছরের একটি মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। পাশাপাশি গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসচালক ও ঝালকাঠি সদরের কাঠপট্টি এলাকার বাসিন্দা মো. আলিফ ও আরোহী ঝালকাঠি জেলা সদরের কৃষ্ণকাঠি এলাকার জুয়েলকে (১৯) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   মাইক্রোবাসের অপর আরোহী ঝালকাঠি জেলা সদরের কৃষ্ণকাঠি এলাকার নাদিম হাওলাদার (৩৫), নাজমুল (২১), সাকিব (১৯) ও দুর্ঘটনাকবলিত বাসের চালক নাজমুলকে (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, এই দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঘটনাস্থলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৭:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

বরিশাল: বরিশালের উজিরপুরে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় বাস ও মাইক্রোবাসের দুই চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার (১৯ জুন) দুপুরে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃষ্টি ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এলাকার আব্দুর জলিলের মেয়ে।

জানা গেছে, বৃষ্টি ও বাতাসের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সরদার বাড়ির সামনে একটি রেইনট্রি গাছ ভেঙে পড়ে। সেই গাছ অতিক্রম করে যাওয়ার সময় একটি মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার সময় ঝালকাঠি থেকে বরযাত্রী বহনকারী গাড়িবহর গৌরনদীর বাটাজোরের দিকে যাচ্ছিল। আর গ্রেট বিক্রমপুর পরিবহন কোম্পানির বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও গৌরনদী হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

পুলিশ জানায়, বৃষ্টি নামে ১৬ বছরের একটি মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। পাশাপাশি গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসচালক ও ঝালকাঠি সদরের কাঠপট্টি এলাকার বাসিন্দা মো. আলিফ ও আরোহী ঝালকাঠি জেলা সদরের কৃষ্ণকাঠি এলাকার জুয়েলকে (১৯) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   মাইক্রোবাসের অপর আরোহী ঝালকাঠি জেলা সদরের কৃষ্ণকাঠি এলাকার নাদিম হাওলাদার (৩৫), নাজমুল (২১), সাকিব (১৯) ও দুর্ঘটনাকবলিত বাসের চালক নাজমুলকে (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, এই দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঘটনাস্থলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।