বাকেরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

- আপডেট সময় : ০৪:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৬ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ আল আমিন ওরফে খোকন হাওলাদার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌঁনে ১১টার দিকে তাকে আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল। এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে।
আটক আল আমিন ওরফে খোকন হাওলাদার একই উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া ৩ নম্বর ওয়ার্ডের কাঠালিয়া গ্রামের বাসিন্দা।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গশ্রী এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা সহ আল আমিন ওরফে খোকন হাওলাদারকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বুধবার থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
এছাড়াও আল আমিন ওরফে খোকন হাওলাদারের বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি।