বাকেরগঞ্জে ফারাহর গণসংযোগে জনতার ঢল

- আপডেট সময় : ০৮:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ২১৭ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ উন্নয়নের প্রতীক লাঙ্গল, তাতেই কল্যাণ তাতেই মঙ্গল’ এ স্লোগানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বরিশাল-৬ আসনের লাঙ্গল মার্কার প্রার্থী নাসরিন জাহান রত্না আমিনের, পক্ষে বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেন ব্যারিস্টার ফারাহ বিনতে আমিন।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নাঙ্গল মার্কার প্রার্থী নাসরিন জাহান রত্নার পক্ষে ভোট প্রার্থনা করেন। দিনশেষে হাজার হাজার নেতা কর্মীর সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাকের গঞ্জের, সাহেবগঞ্জ পল্লী ভবন থেকে বাকেরগঞ্জ বন্দর, বাসস্টান, সিনেমা হল, উপজেলা চত্বর ঘুরে, পল্লিভবনে এসে এই গণসংযোগ শেষ হয়। গণসংযোগ চলাকালীন অবস্থায় পুরো এলাকা কার্যত অচল হয়ে পড়ে। গন সংযোগের মাঝখানে গাড়ির হুট উঠিয়ে লাঙ্গল মার্কায় প্রার্থী নাসরিন জাহান রত্না আমিন জনতার সাথে সালাম বিনিময় করে ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য ব্যারিস্টার ফারাহ বিনতে আমিন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না আমিনের ছোটকন্যা।
জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দারিদ্র বিমোচন, শিক্ষার প্রসার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে ভোট চেয়ে এরই মধ্যে ভোটারদের নজর কেড়েছেন নবাগত এই ব্যারিস্টার।
বাকেরগঞ্জে এই প্রথম বার রাজনীতিতে প্রকাশ্যে এলেন ব্যারিস্টার ফারাহ বিনতে আমিন। বাকেরগঞ্জবাসীর দেখার অপেক্ষায়, দক্ষ রাজনীতিবিদ রুহুল আমিন হাওলাদারের কন্যা কতটা দক্ষ হতে পারেন, সাহেব গঞ্জের পল্লী ভবনের কন্যা আসলেই বাকেরগঞ্জের পল্লীকন্যা হয়ে উঠতে পারেন কিনা।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, সহ-সভাপতি ইউ পি চেয়ারম্যান এস এম কাইয়ুম খান উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক সহঅধ্যাপক বিপ্লব মিত্র, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সহঅধ্যাপক শহিদুল ইসলাম, জাপা নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা পার্টির সভাপতি কাজল প্রমূখ।