বাকেরগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত, আহত ২

- আপডেট সময় : ০৫:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৩০ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে ট্রলি উল্টে এর চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন।রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন টিএনটি সড়কের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (৩২) উপজেলার ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।
জানা গেছে, বরিশাল থেকে বাকেরগঞ্জ আসা একটা বাস টিএনটি সড়কের সামনে ঘুরিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ওই সময় লেবুখালি থেকে দ্রুত গতির একটি ট্রলি বাসের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফজলুল করিম দারুত সুন্নত মাদরাসার সামনে উল্টে যায়। স্থানীয়রা ট্রলিতে থাকা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেহেদীর মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান দুর্ঘটনায় মেহেদীর মৃত্যু নিশ্চিত করেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, পরিবারের আবেদনের সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হতে পারে।