বাউফলে ইউপি সদস্যের খড়ের পালায় দুর্বৃত্তদের আগুন

- আপডেট সময় : ০৭:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ২০৯ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল হোসেন তালুকদারের ৪টি খড়ের পালায় আগুন দিয়ে সম্পূর্ন ভাবে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইউপি সদস্য রুবেল তালুকদারের ঘোয়ালে ৫০ টি মহিষ ও ৩০ মহিষের বাচ্চা রয়েছে। তিনি ওই গবাদিপশুর খাদ্য হিসেবে ২লাখ টাকার খড় কিনে বাড়ীর দরজায় পালা দিয়ে রেখেছিলেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে ওই ৪ টি খড়ের পালায় একসাথে আগুন লাগিয়ে দেয়। এ সময় সোহেল নামে এক প্রতিবেশীর ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ইউপি সদস্য রুবেল তালুকদার বলেন, আমার শত্রু পক্ষের কেউ আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দ্যেশ্যে খড়ের পালায় আগুন লাগাতে পারে। এতে আমার ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের উদ্দ্যেশ্যে ছিল আমার মহিষগুলো পুড়ে মেরে ফেলা। প্রতিবেশী সোহেল আগুন দেখে ডাকচিৎকার না করলে আমার মহিষগুলো আগুনে পুড়ে যেত। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরী করব।
বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) শোনিত কুমার গায়েন বলেন,বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।