বাঁচতে চায় বিএম কলেজ শিক্ষার্থী তামিম

- আপডেট সময় : ১২:২০:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ৬৯০ বার পড়া হয়েছে

রুপন কর অজিত: বরিশাল বিএম কলেজের সমাজকর্ম বিভাগে দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র মুসা তামিম।বর্তমানে সে থ্যালাসেমিয়ারে (ব্লাড ক্যান্সার) আক্রান্ত। মেধাবী এই ছাত্রের চিকিৎসা খরচ সামলে হিমশিম খাচ্ছে তার পরিবার। তাই অনিশ্চয়তায় ভুগছে এই শিক্ষার্থী।
মুসা তামিম ২০০৩ সালের আগস্ট মাসে বরগুনা পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থত নিম্নমধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করে। তার বাবার নাম মোঃ মোনায়েম হোসেন। তামিম ২০১৯ সালে বরগুনা আলিয়া মাদ্রাসা থেকে দাখিল এবং ২০২১ সালে বরিশাল হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পাশ করে। পরে বরিশাল বিএম কলেজে ২০২১-২২ সেশনে সমাজকর্ম বিভাগে ভর্তি হয়। বর্তমানে তিনি এই বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সবকিছু ঠিকঠাক চলছিলো কিন্তু কিছুদিন না যেতেই তামিমের শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ব্লাড ক্যান্সার। বর্তমানে তামিম ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছে। ইতিমধ্যে চিকিৎসা খরচ ব্যবস্থা জোগাড় করতে গিয়ে তামিমের পরিবার ঋণগ্রস্ত হয়ে পরেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে উঠতে পারেন তামিম। যার জন্য আরও অনেক টাকার দরকার। তামিমের বাবা স্বল্প আয় ও ধারদেনা করে কোনোভাবে এতদিন চিকিৎসার খরচ বহন করছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা আর তার পক্ষে সম্ভব হচ্ছে না।
তামিমের পিতা মো: মুনায়েম হোসেন জানান,থ্যালাসেমিয়া একটি ব্যয়বহুল চিকিৎসা। আমাদের সামর্থ্যের বাইরে এই চিকিৎসা ভার বহন করা। ইতিমধ্যে আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আমি আশা করি সকলে আমার ছেলেটিকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
মুসা তামিমের সহপাঠীরা জানান,আমরা কখন আশা করিনি এই রকম দিন কখন আসবে এবং আমাদের বন্ধু তামিমকে অসুস্থ অবস্থায় দেখতে হবে। আমরা বন্ধুরা মিলে চেষ্টা করছি সহযোগীতা করার কিন্তু আমরা আশানুরূপ ফল পাচ্ছি না। আমরা চাই সমাজের সকল স্থরের মানুষ আমাদের বন্ধুটির চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিক। আমরা আমাদের বন্ধুকে হারাতে চাই না, আমরা চাই সে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক।
বরিশাল বিএম কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক প্রফেসর এটিএম রাশেদুল ইসলাম জানান, মুসা তামিম একজন গরীব মেধাবী ছাত্র। এই চিকিৎসার খরচ অনেক ব্যয়বহুল ফলে তার বাবা পক্ষে চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয়। আমরা কলেজ কতৃপক্ষ চেষ্টা করছি। আমি আশাকরি কলেজের অন্যান ছাত্র-ছাত্রী ও সমাজের বিত্তশালী ব্যক্তিদের সহযোগীতায় এই মেধাবী ছাত্রটি আবার নতুন জীবন ফিরে পাবে এবং দেশ ও জাতির জন্য ভালো কিছু করে দেখাবে।
মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না- গানটি হয়তো ভুপেন হাজারী তামিমের মত অসহায়দের জন্যই গেয়েছিলে। আমরা কি আমাদের সকল মানবিকতা নিয়ে তামিমের পাশে দাড়াতে পারি না? জানিনা কি লেখা আছে তামিমের ভাগ্যে, কিন্তু আমরা চাইলে হয়তো তার ভাগ্যের অংশীদার হতে পারি। হয়তো পারি তামিমের অসহায় বাবা মায়ের দেখা স্বপ্নের অংশিদার হতে। আপনার আমার সহযোগিতায় তামিম ফিরে পেতে পারেন ক্যান্সারমুক্ত একটি সুন্দর সুখের জীবন। ফিরে আসতে পারে আবার সে সহপাঠীদের সাথে পুরানো সেই বিএম কলেজ ক্যাম্পাসে। সমাজের সকল মানুষের কাছে আবেদন মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তামিমের পাশে।
যোগাযোগ- 01757-358529